২১৭ বার পড়া হয়েছে
চতুষ্পদীত্রয়
–মাইন উদ্দিন আহমেদ
১
যতক্ষণ নাসাপথে ফুসফুসে
সঞ্চালিত হবে বায়ু,
ততক্ষণই তব আশা-ভরসা
অতক্ষণ তব আয়ু।
২
তোমার গলার ভাঁজে দেখি
সন্তোষ নাচের ঢেউ,
ও বোকা, এতো বেশি নাচ
নাচে নাকি কেউ!
৩
ছেলেরা যখন বোকা থাকে
প্রেম নামক এক মোহে ওরা জড়িয়ে যায়,
হয়ে গেলে একটুখানি বুদ্ধি
খেসারত দিতে দিতে ওরা হিমসিম খায়!
from NY/USA