মা
স্বপ্না কর্ম্মকার মন্ডল
মা কথাটি বড়ই মধুর,
মা বলে ডাকলে মনে জাগে আলাদা সুর!
মা তুমি শুধু মা,
তোমার হয় না কোনো তুলনা।
তোমার মুখে লাগে না কভু গ্রহণ,
খুঁজে পাই না তোমার কোনো উদাহরণ,
এ যেন এক অন্যরকম ভালোবাসার ধরন।
সবার মন যোগাতে যোগাতে আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত,
তুমি তখন পাশে বসে আমায় করো শান্ত।
তোমার কখনো ভুল হয় না, মা!
আমি কি খেতে ভালোবাসি, আমার পছন্দ কোন রান্না!
কখন আমার মনে কালো মেঘ জমে, কখন সোনালি রোদ হাসে,
সবই তোমার জানা।
এটাও জানো তুমি কোনটা আমার সত্যি আর কোনটা বাহানা!
মা, তুমি কখনো চাওনা প্রতিদান,
এ যে নাড়ির টান যা ঈশ্বরেরই দান।
এতে হয় শুধু ভালোবাসার আদান-প্রদান,
তোমার আশীর্বাদে তাই ভরা এই হৃদয় বাগান।
প্রতি ক্ষণে ক্ষণে তোমাতেই করি নির্ভর,
তাই মাঝে মাঝে বুক কাঁপে থর থর।
মনের মধ্যে জাগে ভয়,
আমার মা যদি না রয়!
যদি চলে যায় সে পথে, যে পথ অজানা,
মা, সেদিন মোর না বলা কথা কেউ বুঝবে না!
কেউ থাকবে না জেগে সারারাত!
মাথায় রাখবে না কেউ স্নেহের-ই হাত!
ক্ষমা করে দিও মা, ক্ষমা করো মোরে,
একটুখানি ভালোবাসা দিতে পারি না তোমারে।
দিতে পারি না কোনো সময়,
আমার মা তাই শুধু অপেক্ষমাণ রয় আর রয়…..