মা
(নীলা নিকি)
অনেকদিন দেখি না মা-কে
মনে হয় এইতো সেদিন
মাস, বছর, যুগ পেরিয়ে
মনের খাঁচার যন্ত্রণাকে
যেমনি পাখি পুষে রাখে
চোখের তারায় আকাশ থাকে
সেথায় এসে মা যে ডাকে
ভালবাসার রাত দিন।
কবে যে চলে গেছে
ছায়ার মতো পিছে পিছে
স্মৃতিগুলো সব মিছে
মা আমার হারিয়ে গেছে!
নিখোঁজ, নীরব, নিথর হয়ে
শোরগোলের লোকালয়ে
হিমের পরশ বুলিয়ে দিয়ে
দূরে কোথাও যায় মিলিয়ে।
মা কি সুদূরের হাতছানি?
সুরের মূর্ছনায় শিহরিত বাণী!
মা এখন ক্লান্তি আমার
স্বপ্ন চিরে তন্দ্রা আনে
মনের তাপে আগুন তাতে
জ্বালায় শুধু দাউ দাউ ঘাতে
পড়াতো যদি দেখতো সবে
এমন অনল আছে তবে ভবে
ছিন্ন তারে মায়ের সিতারে
ভৈরবী রাগ মাতে ঝংকারে
আমারি কন্ঠে মিশে একাকার
মায়ের সুরের যাদুর পাহাড়
মা কি শুধু ভালোবাসার হাতছানি?
অবসরে পরার কবিতার বই।
London/UK
৩ Comments
very good job; Congratulations.
আমি ও কবিতে চাই কিভাবে দেব
plz send: khair.hrm@gmail.com