মা
আফলাতুন নাহার শিলু
তোমার সান্নিধ্য, স্নেহের পরশে
ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী করেছি,
প্রবল প্রতিকূলতাকে মেনে নিয়ে
মনোবল দৃঢ় করেছি মা।
দৈনন্দিন অভ্যাসগুলো রপ্ত করতে করতে
অভ্যস্ত হয়েছি শৃংখলতার বেড়াজালে
অপ্রত্যাশিত ব্যবহারের কারণে
দূরত্ব বাড়েনি কারো সাথেই
কষ্টকে মনে চেপে রাখার নিরাময়
তুমিই দিয়ে গেছো মা।।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আর
কটু মন্তব্যের বিরোধিতা করতে সর্বদা অটুট থাকার প্রেরণা ছিলে তুমি,,
স্বেচ্ছায় সেবা আর সহমর্মি হওয়ার শিক্ষা তোমার দেওয়া অনন্য উপহার মা।।
তাচ্ছিল্যকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার দীপ্ত পদক্ষেপের প্রথম ধাপ তো তোমারই হাত ধরে মা,
নি:সংকোচে সত্যকে স্বীকার করে সচেতন হতে শিখিয়েছ,
সমাজের নেতিবাচক মন্তব্যকে দোষ দেওয়া অনর্থক মনে করতে বলে গেছো
‘আপ ভালো ত জগৎ ভালো’-কথাটা কানে দামামার মত বাজে আজো।
তুমি তারা হয়ে জ্বলজ্বলেই
রয়ে আছো দূর আকাশে
তোমাকে খুঁজি তবু বারবার, প্রতিবার, প্রতিক্ষণ!
তুমি লুকিয়ে নেই কোথাও!
আছো হৃদয়ে, আত্মায়!
পাশাপাশি হাত ধরে হাঁটছো প্রতিনিয়ত,
মুখে আদরের পরশ বুলিয়ে বলছো –
‘ভালো থেকো মামুনী’॥