নয়নের জল
মরিয়ম ইসলাম (USA)
নয়নের জল ঝরে তখনই,
কালো মেঘে ভিতরটা ছেয়ে যায় যখনই।
অঝোর ধারায় বরিষণে ধুয়ে যায় খানিকক্ষণ ;
অশ্রুধারায় আর কিছু না হোক,
প্রশান্তি নিয়ে আসে কিছুক্ষণ।
সজীবতা বয়ে আনে দেহ কাঠামোয়;
আবারও নব জীবনের স্বাধ সাধ্যময়।
নিয়মবাঁধা জীবনের সাথে করি সন্ধি,
তাই তো আমরা অনিচ্ছার মাঝে বন্দি।
বন্দি মন
বন্দি দেহ কারাগারে,
কত আর ঘুরবো সহস্র কোটি দ্বারে দ্বারে।
করবো ভিতরটা কালো মেঘে কালি বারে বার,
ভুল নামক ভুলটাকে হরণ করবি যতবার।
পরিশুদ্ধতা পাবে যেদিন আত্মা পরিপূর্ণতায় ;
সেদিন জীবন হবে স্বর্গীয় মোহনীয়তায়।
আর পাবে না ভিতরটা কালো মেঘের ছায়া,
কাটবে আরো এ ধরার সকল কায়া ও মায়া।
যখনই পারবো মনটা এভাবে করতে নিয়ন্ত্রণ,
তখনই পাবো দৃষ্টির বাইরে সেই পরম পাওয়ার আমন্ত্রণ।
ওহাইও, ইউ এস এ।
১ Comment
congratulations.