ব্যথার দহন
মমতাজ মনী শেলী
১৬/০১/২০১৯
আমি যেমনই থাকি না কেন
লোকের তাতে কি যায় আসে?
আমাকে বলতেই হয় ভালো আছি,,
ভালো কি সত্যিই তাই আছি?
একেই কি বলে জীবনের চিত্র আঁকা?
এতো মরণের সামিল হয়ে বেঁচে থাকা,
কৌতুহলী দৃষ্টি যেন ছোবল মারে ক্রমান্বয়ে
অসময়ের অসহায় নাজুক অসঙ্গতি
বুঝিনা তাদের কেমন মতিগতি,,
যার নেই কোন নিয়ম নীতি।
প্রশ্নবাণে জর্জরিত যেন চাবুকের ঘা,
লোভী শিকারির লোলুপ দৃষ্টি যত্রতত্র,,
নিরাপত্তার অভাব বোধে করুন আঁকুতি,,
কতটা ক্লান্তি এসে ভর করে বিরক্তিকর,
অর্বাচীন তিক্ততা অসংলগ্নতার সমাহারে
বিদ্ধ হই বারেবারে প্রতিবারে।
লজ্জায় অপমানে ঘৃণিত ক্রোধান্বিত
তিক্ত হৃদয়ের চৌকস ফলার তীর
লালসার ক্ষুরধার দৃষ্টির আড়ালে
নিজেকে লুকিয়ে লুকোচুরি খেলা
লাগেনা ভালো যে আর,ছলা কলা।
অশান্ত মনে একটু সহানুভূতির আশ্রয়,
আকুলিবিকুলি প্রাণে অদ্ভুত এক ভয়,,
খুঁজে চলি ভালোলাগার ভালো থাকার
নিরাপদ আশ্রয়,যা একান্তই শুধু আমার।
যেখানে আমি প্রশান্তির স্বস্তি পাই,,
ব্যথা পাই,কষ্ট পাই, নিরবে সয়ে যাই,
নোনা অশ্রুজল সেটাও একান্তই আমার,।
লোকের কাজ প্রশ্ন করা তাতো করবেই,
তারা জানবে নাতো আমার কিসে খুশি,
আক্রোশে অভিমানে কান্না এলেও হাসি
যতটুকুই পারি হাসি মুখেই বলি
ভালো আছি, ভালো আছি, ভালো আছি।
এতো আমার মানবতা, ভদ্রতা য
কিন্তু একেবারেই দূর্বলতা নয়
আমি চাই ভালো থাকো সবাই সর্বদাই
আমাকেও থাকতে দাও ভালোর মাঝে
আমাকে বাঁচতে দাও আমার মত করে,,
রাত যেমন ঘুঁট ঘুঁটে আঁধারে লুকায়
তেমনি সেই আমার প্রচেষ্টা সাধ্যের অভিপ্রায়….