ধৃষ্টিত অন্ধ সমাজ
মমতাজ মনী শেলী
২৬/০৭/২০২১
ধনী সকল নামধারী সমাজ পরিবর্তনকারী
কোথায় তোরা বল
তোরা কি দেখেছিস কখনো
ব্যথিতের চোখের জল?
লক ডাউন দিয়ে গরীব মেরে নারাস কলকাটি
ক্ষুধার্ত মানুষের সামনে কজন ধরিস খাদ্যের বাটি?
নিজেদের সুখের তরে করিস সমাজ সেবা
দেখিসনা অভাবে আছে পাশেই হয়তো কে-বা?
যত তোদের অর্থ আছে আরো বাড়াতে চাষ
গরীবের হক মেরে নিজেদের পেট ভরাস।
লক ডাউনের বাড়াবাড়ি নিম্ন-মধ্যবিত্ত মরে
লজ্জায় তারা হাত পাতে না তাকাস না তাদের তরে,
বড় বড় গরু কিনে কোরবানি দিয়ে দেখালি,
নিজেদের ফ্রিজ ভরালি,প্রতিবেশির হাড়ি খালি,
ধিক্কার তোদের কে দেয় তোদের
সমাজ সেবার দায়িত্ব,
তোরাতো করিস লোক দেখানো সেবা
আড়ালে আবডালে আখের গোছাতে
থাকিস সদাই মত্ত।
বন্যা হোক আর মহামারী সরকারি চাল,গম
চুরি করে লুকিয়ে রাখিস,উল্টো দেখাস গরম,
হাত পা ছুঁড়ে বক্তৃতা দ্যাস
নিজের ঢোল নিজেই পিটাস
নামে বেনামে ব্যাংকে টাকা জমাস কাড়াকাড়ি
বউ শ্যালক শ্বশুরের নামে কিনিস গাড়ি বাড়ি,
দেখিসনা কেউ উপোস করে তোর ঘরের কাছে
অসুস্থ হয়ে মরছে মানুষ,ফুর্তিতে তুই উড়াস ফানুস
ঠিকই ভাবিস দুদকের নজর পরে যদি তোর পাছে?
অহংকারে তোর পা পড়েনা মাটির উপরেতে
আরামে চলিস গা এলিয়ে দামী গাড়িটিতে,,,
ভ্রষ্ট চালে তরুণ যুবককে করিস ব্যবহার
আবার স্বার্থে একটু লাগলেই আঘাত
প্রাণ কেঁড়ে নিস তার,,
আল্লাহর বিচারে পার পাবি না দেখে নিস তুই ভবে
কেউ করবে না রক্ষা সেদিন
দৃষ্টান্তমূলক শাস্তি ঠিকই তোদের হবে।