২০১ বার পড়া হয়েছে
মমতাজ পারভীন’র কবিতা: বেদনা-বিধুর
~~~~~~~ Momotaz Parvin
কি অসহ্য যন্ত্রণা ! মন বেদনায় বিধুর
উঃ উঃ ! বেদনায় বিধুর!!
একলা দুপুর মধ্য প্রহরে মাথার
উপর সূর্যটা ঢালে উত্তাপ
পিছু ডাকে পুরনো স্মৃতিরা
তাই বসে থাকি চুপচাপ।
উপচে পড়া কফির বাদামি ফেনার
বুদবুদে হারাই কিছুক্ষণ…
দগ্ধ হয়ে রয় সব গল্প কথা শূন্যতা
নিয়ে কেটে যায় সারাদিন।
মনের ভাঁজে ভাঁজে এখনও তুমি আছো
খামচে ধরে স্মৃতির আঁচল—
যে দিকে চাই তোমার ছবি, চেয়ে আছো
আমার দু’চোখে জলের ঢল!!
২ Comments
Most beautiful, Congratulations
অভিনন্দন