১৩৮ বার পড়া হয়েছে
গোলক ধাঁধার রোজনামচা
মমতাজ পারভীন
25/7/2021
অন্ধকারের গোলক ধাঁধায়
আমি চোখ বুজে রই;
স্বপ্নকে আঁকড়ে ধরে ঘুমের
দেশে পাড়ি দেই।
রাত ভোর হয়নি এখনও,
আছে কিছুটা বাকি।
শিষ দিয়ে যায় কোনও এক
নাম না জানা পাখি।
জানালার পাশে করমচা ডালে
লুকিয়ে ঘন ঝোপের আড়ালে,
পাল্লাটা যখন খুলে বাইরে তাকাই—
ভ্রূ কুঁচকে বিরক্ত চোখে
তাকে খুঁজে বেড়াই।
চারিদিকে এখনো বেশ
ছোপ ছোপ অন্ধকার; পাখিটা
যে খোঁজ পেয়েছে
লাল করমচার!
তাই তো সে রোজ এসে দেয় শিষ
ঘুম ভাঙ্গানির গান গেয়ে যায় অহর্নিশ।।
২ Comments
Momotaz Parvin is very good Poet.
Momotaz Parvin is very good Poet. Congratulations