১৮১ বার পড়া হয়েছে
মন্দদের দখলে
মহিউদ্দীন মহিম
জীবন পথচলায়
যে চিন্তা চেতনা প্রধান্য দিয়ে
মাঠে ময়দানে ছিলাম
আজও আছি
আজও সঠিক মনে করি
কিন্তু যে তেজ উদ্দীপনা নিয়ে মাঠে ছিলাম
মূলত এখন তা ভাটা পড়েছে
এটা আমার আদর্শিকতার সমস্যা নয়
এটা আমার সমস্যা
প্রকৃতি প্রতিবেশ যেমন কল্যানময়
মাঝেমাঝে নিষ্ঠুর নির্মমও হয়
আজকের সময়ে
প্রতিবেশে টিকে থাকা কষ্টকর
যেথায় সংস্কৃতি চেতনা নিম্নগামী
যেথায় সমাজ সংস্কৃতি
অন্ধত্বের বেড়াজালে আবদ্ধ
সেথায় গণতান্ত্রিক সংস্কৃতি চেতনা নাই
যেথায় রাজনীতিবিদ রাজনীতির নিয়ন্ত্রক নয়
যেথায় অর্থনীতি লুটেরাদের নিয়ন্ত্রণে
যেথায় সমাজ সংস্কৃতি মন্দদের দখলে
সেথায় কি ভালো কিছু আশা করা যায়?