১৪৩ বার পড়া হয়েছে
রক্তাক্ত বর্ণমালা
মনি জামান
অঞ্জলিতে চুম্বন ছিল আশিসের পেলবতা,
হেরেম শূন্য সৃষ্টির উল্লাসে রক্তাক্ত
বর্ণগুলো আজও কাঁদে।
শব্দতে পঙক্তি মালা অঙ্কনে তুমি,
মিলে মিশে এক হলে অঞ্জলি তুমি।
ইথার কম্পিত মেঘের গর্জন প্রবল বৃষ্টি,
আশিস বিন্দুতে এক ফোঁটা জল
বিন্দু বিসর্গ তুমি।
আব্রুতে মহীয়সী প্রেমে তিলোত্তমা,
বাংলাতে পঙক্তি লেখে অঞ্জলি সে
কাব্য কথা।
শূন্য ঘরে বাসর সাজে অঞ্জলিতে
গান গায়,অদৃশ্য প্রেমে দৃশ্যত তুমি
আমার আদরের রক্তাক্ত বর্ণমালা।