১২৯ বার পড়া হয়েছে
বৈরাগী
মনি জামান
———
রঙধনু রঙে আকাশের নীলে আবির
ছড়ালো আজ,বসন্ত বরণ মেতেছে
ফাগুণ,বৈরাগী মন আজ তোমাকে
চাই।
গন্ধগকুল শোভাসিত সব গন্ধ ছড়ায়
নগ্ন মাদকতায়,কৈশোর পেড়িয়ে উন্মুক্ত
যৌবন,বুনো হাস খেলে জল কেলী
খেলা।
জুঁই চামেলী ফুটেছে আজ বিরহ বাতাস
গন্ধ ছড়ায়,পরাগ রেণু মঞ্জুরিত সব ফুলে
ফুলে সঙ্গম যে হবে।
কুহক কুহেলী ডাকে মিলনের আহবান
প্রজাপতি মন পাখনা মেলে,গোলাপ
কুঁড়ি সব কিশোরী মেয়ে নন্দন কাননে
আজ সাবালিকা হবে।
বিরহ রঙে অভিমানী সে পরাগ রেণুর
মিলন হবে, রঙধনু রঙে আকাশের নীলে
আবির ছড়ালো আজ, বসন্ত বরণ মেতেছে
ফাগুণ বৈরাগী মন আজ তোমাকে চাই।
——-
তাং-১৫-১০-২১
মনি জামান