১৪৬ বার পড়া হয়েছে
টোল
মনি জামান
ফাগুন হাওয়া আজ আগুন
দিল ঐ কৃষ্ণচূড়া বনে,
চুপিচুপি আজ রঙ ধরেছে
তোমার লাজুক দুচোখে
চোখে।
হৃদয় আমার নেচে উঠে
কোকিলের কুহু কুহু তানে,
রাঙা পলাশ হলুদ গাঁধা
গন্ধরাজ তোমার ঐ খোঁপা
বাঁধা।
নিশি রাতে জ্যোৎস্না ঝরে
তোমার রূপের বর্ণছটায়।
মৃদু হাসি আজ টোল ফেলেছে
আহা তোমার ঐ গালে।
———-
তাং-৫-৯-২০২১
২ Comments
valobasar atmo prokas
অনেক আবেগীত ভালোবাসার প্রকাশ,
তবে, যেনতেনভাবে আবেগপূর্ণ শব্দ পর পর সাজিয়ে
মনের ভাবনা বলে বা লিখে জানালে তা গবিতা হতে পারে,
কবিতার মধ্যে অবশ্যই পর্ব, পঙক্তি, ছন্দ মিল থাকতে হয়
মনের ভাবনাকে সাজিয়ে করতে আদর্শ কবিতার বিকাশ!!
ধন্যবাদ, শুভেচ্ছা…