রঙিন দিনগুলো
মনিরুজ্জামান মনির
আগের রঙিন দিনগুলো
ছিলো কত সুন্দর,
মানুষজনও ছিলো ভালো
ভালো ছিলো অন্তর ।
এখনকার দিনে কেউ কাউকে
করে না সহযোগিতা,
দিন দিন খারাপ কাজের
হচ্ছে– প্রতিযোগিতা ।
দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট
খেলতে যেতাম মাঠে,
খেলা শেষে গোসল করিতাম
শান বাধানো ঘাটে ।
গাজী কালুর কিচ্ছা শুনতে
যেতাম পাশের গ্রামে,
সারা রাত্র শুনিতাম কিচ্ছা
পাটিতে বসে আরামে ।
পৌষ আর মাঘ মাসে
যতোই করিতো শীত,
দল বেধে যাত্রা পালার
শুনতে যেতাম গীত ।
খেলা ধুলা, গান বাজনা
যতোই ছিলো নেশা,
সংসার ধর্ম সাজিয়ে এখন
কর্মটা হলো পেশা ।
বর্তমানে এগুলো আমি
যতোই বলি অল্প,
নতুনরা মনে করবে
আবোল তাবোল গল্প ।
পুরাতন সেই স্মৃতিগুলো
যখন চোখে ভাসে,
মনের অজান্তেই ঠোঁট দুটি
মুচকি মুচকি হাঁসে ।
————— ————
লেখক,
মনিরুজ্জামান মনির
বিষ্ণুরামপুর বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়া ৩৪১৮