ভালো আছিস তো?
কতদিন দেখিনি তোকে!
আচ্ছা! এখনো কি প্রেমের ঢেউ খেলে
তোর ওই সাগর গভীর চোখে?
সেই ঢেউয়ে কতই দুলেছি,
মনে পড়ে?
তার গভীরতা মাপতে গিয়ে
কতবার নিজেকেই ভুলেছি!
ওই ক’ফোটা নোনা জলে
আমার মায়ার তরীখানা
কী অনায়াসেই যেতো চলে।
আচ্ছা আজ তোর ওসব মনে পড়ে তো?
কতদিন বলিনি তোকে!
জানিস?
না বলা সেই কথাগুলো
ব্যথার পাহাড় হয়ে জমা রয় বুকে।
সেই পাহাড় বুকে একাকী পথ চলা,
আজও তোকেই জপি, তোকেই খুঁজি,
না বলা কথা আর হয়নি বলা।
জোনাকির চাদরে মুড়িয়ে,
এখনও কি তোর না বলা কথাগুলো দিস
দূর তারার পানে উড়িয়ে?
আর তারারা আগের মতো তোর কথা শুনে তো?
কতদিন ছুঁইনি তোকে!
এখন আমার ছোঁয়াবিহীন তুই
আছিস তো খুব সুখে?
আমার ইচ্ছেরা আজ বাক্সবন্দী
শুধু তোকেই সুখে রাখার শর্তে
দুঃখের সাথে ওদের করিয়েছি সন্ধি।
হুম, তুই তো এটাই চেয়েছিলি
তাই তো সেদিন কী সহজেই
‘ভালো থাকিস’ বলে দিলি।
আজ আমার কথা বাদ দে,
তুই ভালো অছিস তো?