শুধু তুমি আছ বলেই
…… মনিরা ইসলাম
তাংঃ ২২/০৮/২০২১
——————————————-
শুধু তুমি আছ বলেই
পৃথিবী টাকে এতো সুন্দর মনে হয়।
শুধু তুমি আছ বলেই
আরও কিছু দিন বেশি বাঁচতে ইচ্ছে করে।
শুধু তুমি আছ বলেই
যন্ত্রণা ভুলে এখনো হাসতে পারি।
শুধু তুমি আছ বলেই
রোজকার কাজের ফাঁকে ডায়েরি টা হাতে নেই।
শুধু তুমি আছ বলেই
নিয়ম করে রাতের তারাদের গল্প শুনি।
শুধু তুমি আছ বলেই
শরৎ ফেলে সমরেশ পড়ি।
শুধু তুমি আছ বলেই
কারণে অকারণে অভিমান পুষে রাখি।
শুধু তুমি আছ বলেই
উড়ে যাওয়া মেঘের কাছে ও বৃষ্টি কামনা করি।
শুধু তুমি আছ বলেই
শতশত পাণ্ডুলিপি ছুঁড়ে ফেলি।
শুধু তুমি আছ বলেই
ঘড়ির কাঁটা কে থেমে যেতে বলি।
শুধু তুমি আছ বলেই
অপেক্ষার প্রহর গুলো উপভোগ করি।
শুধু তুমি আছ বলেই
বর্ণমালায় ঝড় তুলি।
শুধু তুমি আছ বলেই
ভালোবাসা টা হৃদয় দিয়ে অনুভব করি।
শুধু তুমি আছ বলেই
আকাশের নীলে এখনো প্রেম খুঁজি।
শুধু তুমি আছ বলেই
হিরোসিমার ধ্বংস স্তুপের উপর দাঁড়িয়েও
চিৎকার করে বলতে পারি ভীষণ ভালোবাসি
শুধু তোমার জন্যই মনে হয় আরও কিছুদিন
বেশি বাচিঁ।।
——————————————————————————-
( পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ২১/০৮/২০২১
সিরাজগঞ্জ।
১৮২ বার পড়া হয়েছে