১২৬ বার পড়া হয়েছে
আলোকিত সকাল চাই
মনিরা ইসলাম (সিরাজগঞ্জ)
একটা সূর্যস্নাত ভোর চাই
আলো ঝলমলে একটা সকাল চাই
কতদিন আর মুমূর্ষু অবস্থায়
অক্সিজেনের অভাবে ভুগবে সবাই
করুণা কর হে করুণাময়।
মনের জমাট বাধা বদ্ধ কপাট
গুলো খুলে দাও এবার
ফিরিয়ে দাও সুশোভন প্রকৃতি
পারছি না নিতে আর কোন গ্লানি
ক্লান্তি টুকু মুছে দাও এবার
নিয়ে এস নতুন প্রভাত।
কষ্ট খাঁচায় বন্দী থেকে মুক্তি চাই
বুক ভরে নিশ্বাস নিতে চাই
কান্না নয় হাসি মুখ দেখতে চাই
অন্ধকার নয় আলো ঝলমলে সকাল চাই
তিমির কাটিয়ে ঊষার আলো চাই।
১ Comment
অসংখ্য ধন্যবাদ কালের প্রতিবিম্ব পত্রিকার কুশীলবদের প্রতি