২০৭ বার পড়া হয়েছে
ভোর
হারুনুর রশীদ
ঝাউবাগানে ভোর বিহানে শত শত পাখি
কিচিরমিচির সুরে সুরে করে ডাকাডাকি।
পাখির সুরে ঊষার ভোরে খোকাখুকু সব
শয্যা ছেড়ে ফুলবাগানে করছে কলরব।
গোয়ালভরা গরুগুলো “হাম্বা হাম্বা” ডাকে।
রাখাল ছেলে বাঁধন খোলে বাইরে এনে রাখে।
মোরগ ডাকে “কুক কু রু কুউ” কুকুর ডাকে “ঘেউ”।
রবিরাঙা সাতসকালে ঘুমাইও না কেউ।
রাতের আঁধার শেষ হয়ে ঐ সোনালি ভোর হলো।
প্রভুর কাছে দয়া মাঁগি আপন দুহাত তুলো।
অলসতা ছেড়ে দিয়ে আপনার কাজ কর।
মেধা দিয়ে কর্ম দিয়ে সকলেই দেশ গড়॥
১ Comment
বাস্তবতার সাথে মিল রেখে কবিতা। সব মিলিয়ে অর্থবহ ও সুন্দর হয়েছে। উত্তরোত্তর উন্নতি কামনা করি।