ভুল রথে ছুটছি মোরা
কাজী নাজরিন
ভুল রথে ছুটছি মোরা
সত্যি বুঝতে বেমালুম
অন্যায়কে ন্যায় ভেবে
দিব্যি দিচ্ছি সুখের ঘুম।
মানুষ হচ্ছি মনুষ্যত্ব ছাড়া
ন্যায় অন্যায় বুঝি না
অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে
নিজের দোষ খুঁজি না।
উচ্চতর ডিগ্রি আছে
নয়তো মোরা মানবিক
আচার আচরণে সেটা
প্রকাশ পায় অমানবিক।
যাচ্ছি মোরা দেশ বিদেশে
ঘুরছি কতো আনন্দে
অন্যায়কে ন্যায় ভেবে
বেজায় খুশি সানন্দে।
দামী দামী গাড়ি বাড়ির
নেশায় আমরা অবিরাম
বিলাসবহুল রেস্তোরায়
বিল পে করি হরদম।
বেড়ে ওঠার মূল কদর
করে আজকাল ক’জনা?
সেইসব নিয়ে লাট সাহেবরা
এখন যে আর ভাবে না।
সেইসব জায়গায় জটিল হিসেব
অন্যসবে আহলাদ
অন্যায় কে ন্যায় ভেবে
হচ্ছি মোরা বরবাদ!
মস্তিষ্কে টাকার নেশা
ঘুরপাক খাচ্ছে রোজ রোজ
কাড়ি কাড়ি টাকা হলে
করবো শত ভুরিভোজ।
স্বপ্নে দেখি টাকার পাহাড়
মূল দায়িত্ব দেখি না
মানুষ গড়ার কারিগরের
কথা আজকাল ভাবি না।
মূল দায়িত্বে অবহেলায়
কেউতো কিছু বলে না
আমার মতো চলবো আমি
আর কারো ধার ধারি না,,,,
২ Comments
দারুণ সত্য তুলে ধরেছন কবি নাজরিন। খুবই ভালো লাগল সহজ সরল স্বাবলীন ভাষায়, সহজ বোধ্য কবিতাটি যা মানুষের বিবেককে নাড়া দিতে পারে।
দোয়া রইল এমনিভাবেই লিখতে থাকুন ইনশাআল্লাহ।
চলতি বাস্তবতার সুন্দর প্রকাশ।কবি লিখে চলুক এটাই পাঠকের চাওয়া।