ভুল প্রেম
সামসুন্নাহার পপি,
আমি ভুল কাজলে চোখ এঁকেছি
ইচ্ছে করে জেনে শুনে।
বড্ড ইচ্ছে করে প্রেমকে একটি বার খুব
কাছ থেকে ছুঁয়ে দেখি।
ভুল মানুষের প্রেমে পড়ে
অনলের আগুনে পুড়ে মরি।
খুব কাছে থেকে প্রেমকে আলিঙ্গন করে
ভুল মানুষের কথার প্রেমের ফাঁদে পড়ি।
ভুল মানুষের ছলনার কাছে
নিজেকে অর্পণ করি।
ভুল মানুষ জেনেও তার প্রেমে পড়ি
প্রেমের কোন রং আছে কিনা তা যাচাই করি।
প্রেমের রং টি নীল, সাদা, হলুদ না
বেগুনি তা একটু পরখ করি।
ইচ্ছে করে ভুল প্রেমের একটি গল্প লিখি
বড্ড ইচ্ছে করে নিজের মনে প্রেমকে নিয়ে
রংধনুর সবগুলো রঙ দিয়ে
একটি ছোট্ট নীড় গড়ি।
প্রেমকে নিয়ে পাশাপাশি একটু হাঁটি
প্রেমের হাতটি আলতো করি ছুঁয়ে দেখি
ইচ্ছে করে ভুল কাজলে চোখ আঁকি।