উত্তরায় ভিন্নমাত্রা অফিসে শুভ উদ্বোধন হলো ‘ভিন্নমাত্রা সাহিত্য সংসদ’:
আজ ৮ অক্টোবর শনিবার বিকেল ৪টায় উত্তরা ভিন্নমাত্রা প্রকাশনীর অফিসে ” ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ। শুভ উদ্বোধন ঘোষণা করেন, বিশিষ্ট কবি ও দার্শনিক ড. সৈয়দ আজিজ। সভা প্রধান ছিলেন কবি, গীতিকার ও সঙ্গীত শিল্পী এবং দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। প্রধান আলোচক – বিশিষ্ট অভিনেতা ও কবি এ বি এম সোহেল রশিদ। আড্ডার মধ্যমণি ছিলেন যথাক্রমে – প্রফেসর ড. এমদাদ খান ও কবি ড. মোস্তফা মোহাম্মদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কবি সৌমিত্র দেব, বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি মো. মনিরুল ইসলাম, কবি নুরুল হক, কবি হারুনুর রশীদ, কবি রেজাউল করিম, কবি ইব্রাহিম খলিল, কবি আবুল খায়ের, কবি নূরহাসনা লতিফ, শিল্পী কামরন নাহার শাপলা, শিল্পী ইসমত আরা মণি, কবি এস এম শহীদুল্লাহ্ আরও উপস্থিত ছিলেন – কবি শাহ নেওয়াজ সিদ্দিকী, কবি শিউলি আখন্দ, কাজী আমিনুর রহমান, কবি রফিকুল ইসলাম, কবি মোস্তাহিদুর রহমান, কবি এস এ কে রেজাউল করিম, কাজী হাসান ইমতিয়াজ সুজন, গীতিকার সালমা নূর, কবি মুহাম্মদ ওবায়দুল্লাহ, সাংবাদিক ও কবি মতিন তালুকদার, কবি সাইদুর রহমান রোমেল, আব্দুল্লাহ আল হাফিজ, আসফিয়া মেহনাজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জেসমীন নূর প্রিয়াংকা।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত শিল্পীদের সুরের মূর্ছনায় মুহুর্মুহু করতালিতে একটা দারুণ আড্ডা জমে উঠে।
স্বাগত বক্তব্যে মুহাম্মদ মাসুম বিল্লাহ উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ভিন্নমাত্রা প্রকাশনী সব সময়ই ভিন্ন কিছু উপহার দেয়ার চেস্টা করে। ভিন্নমাত্রা সাহিত্য সংসদ এরই ধারাবাহিকতায় নতুন কিছু উপহার দিবে সে বিশ্বাস আমার আছে। ড. সৈয়দ আজিজ বলেন, উত্তরায় এধরণের একটি সাহিত্য সংগঠন এর প্রয়োজন আগেই ছিল। ভিন্নমাত্রা সাহিত্য সংসদ সে প্রয়োজন মেটাবে। আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।