ভাল থেকো তুমি
শিরীন হোসেন
চোখ হলো মনের আয়না।
যা মনের কথা বলে দেয়।
তেমনি যখন কেউ ভালোবাসে,
তখন তার চোখের দিকে তাকালেই বুঝা যায়,
সে ভালোবাসে, কি-না?
একদিন তার অলক্ষ্যে চোখে চোখ রেখে বুঝেছিলাম,
আমার জন্যে ওই চোখে কোন ভালোবাসা অবশিষ্ট নেই!
তাই অনেকটা বাধ্য হয়ে নিজে থেকেই ওর কাছ থেকে সরে গিয়েছিলাম….
এমনি করে দিন কেটেছে, সেই সঙ্গে রাত।
বহতা নদীর মতো বয়ে গেছে সময়।
প্রতিবার সূর্যকে পৃথিবী প্রদক্ষিণের পর ক্যালেণ্ডার বদল হয়েছে দেয়ালে।
তারপর সেই অলুক্ষনে দিন।
আমি শুধু অপলক তাকিয়ে ছিলাম তার দিকে।
বিশেষত তার চোখে।
হঠাৎ তার দৃষ্টিতে আমার প্রতি ভালোবাসার আকুতির
রঙে আঁকা ‘রংধনু’ দেখে চমকে উঠেছিলাম।
অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলাম।
আর ভাবছিলাম, কেনো আমি এতোদিন বুঝিনি,
কেনো বুঝার চেষ্টাটুকুও করিনি।
কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস!
কয়েক মুহুর্তের মধ্যে আমার জীবনের রংটাই যে বদলে গেলো….
আজ ৫ বছর ৫ মাস
নিজেকে এখনো বুঝাতে পারিনি, তুমি নেই।
প্রতি মুহূর্তেই মনে হয় তুমি আছো।
আমার পাশেই আছো।
কি অদ্ভূত তাই না, আমাদের দু’জনের সম্পর্কটা!
যেখানেই থাকো, ভাল থেকো তুমি…
২৭/৯/২০২২