ভালো থেকো
।। এবিএম সোহেল রশিদ।
দুঃখগুলো বেণী গেঁথে
ঝুলিয়ে দিলে মেঘের খাঁজে
মেঘলা আকাশে দাওনি ঠাঁই
জীবন ভাঙার সুতীব্র লাজে।
দৈত্যের মতো কালো রাতে
ভিজতে চেয়ে সব হারালাম
বৃষ্টি দেখার অজুহাতে।
বিরহের জীবন, সংক্ষুব্ধ আগুন
যেখানে রাখি পা, সব পুড়ে যায়
দেউলিয়া প্রেম বাজায় দোতারা
সুখ উড়ে যায়, ঝড়ো হাওয়ায়।
প্রতারিত জোয়ারে হিংস্র নদী
ভেঙে ফেলে আশ্রয়ের ঠিকানা
চোখের ভেতর বর্ষার মিনতি
ছুঁতে পরে না, দেহের সীমানা।
বাতাসের ঠোঁটে রাখি কান
মন ভেজায় ভাটিয়ালি গান
বুকের ভেতর দাদরা তাল
মেটায় তার শূন্যতার ঝাল।
না হয় নাই-বা থাকলাম দম্পতি
তুমি খুব ভালো থেকো সারথি।
তাল গাছের মতোই একলা আমি
ছুঁতে পারি না দূরের আকাশ
হারিয়ে ফেলা কাঁচা হলুদ রোদ
আমার শ্রাবণ মেঘের দীর্ঘশ্বাস।