১৫০ বার পড়া হয়েছে
ভালো থাকো বন্ধু
রিতুনুর
হেমন্তের সন্ধ্যা আদালত পাড়ায়
বন্ধুর ডাকে আমি
তখনো মামলার কাজে ব্যস্ত বন্ধু,
এডভোকেট শাহিদা রহমান।
ফোন করে ডেকে নিল আমাকে,
ব্যস্ততা কাটেনি তখনো ওর।
লাল চায়ে আদার রস হাল্কা চিনি তাতে
ড্রাইভার এসে ধরিয়ে দিল হাতে।
শীতল বাতাস ভেসে আসছিলো
জানালার ফাঁকে।
শাখারি পট্টিতে সন্ধ্যা’কালিন শঙ্খের সুর,
চাঁদ দিচ্ছিল উঁকি ঐ দূর।
মধুময় সন্ধ্যায় কাজ রেখে
দুজনার চললো কিছুক্ষণ আলাপন,
কথার ফুলঝুরি এভাবে ওর কতোই না
সময় নষ্ট করি।
আমার বুকের স্বর্ণশিখোরে লেখা ওর নাম
ওর ডাকে চলে আসি ফেলে যত কাম।
১ Comment
অনেক সুন্দর কবিতা লেখার জন্য আপনাকে ধন্যবাদ