ভালোবাসা নাকি মোহ
স্বপন কুমার বৈদ্য
সেদিন স্টেজ শোতে দর্শক সারিতে
তোমাকে দেখার পর হতে প্রতিটি ভোরে
আকাশের আঁচলায় তোমাকে খুঁজি
প্রতিটি দুপুরে মেঘের ছাদ হতে বৃষ্টি নামাই
প্রতিটি বিকেলে গঙ্গার ধারে ছুটে যাই
পাড়া মহল্লা বন বাঁদাড় কিছুই বাদ রাখিনা
শুধুই খুঁজি খুঁজি খুঁজি
তোমাকে আরেকবার দেখার প্রবল ইচ্ছায় ;
প্রতিটি রাতে ভালোবাসার বীজ বপন
করি অন্ধকারের বীজতলায়
মস্তিষ্কের স্নায়ু ছিঁড়ে কুটি কুটি করি
তোমার অস্তিত্ব খুঁজে বের করতে ;
কখনো সারারাত জেগে জেগে
কবিতা লিখতে শুরু করি দেয়ালে তোমার
ছায়া দাঁড় করিয়ে রেখে ,
কবিতাগুলো আর কবিতা থাকে না
এক একটা আরব্য উপন্যাসে পরিণত হয়
লিখে চলেছি তো চলেছি , লিখতে লিখতে
কখনো স্বপ্নে ভেসে যাই তোমাকে নিয়ে
কখনো অন্ধকারে ডুবে যাই , কখনো
সাঁতার কাটি কল্পনার সমুদ্রে
কখনো হেঁটে যাই হাজার হাজার
কিলোমিটার দুর্গম পথ ,
তোমার চাহনি তোমার হাসি যেন জড়িয়ে
ধরে আমাকে মাকড়শার জালের মতো
মধ্য রাতেও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়
মনে হয় তুমি পাশে বসে গল্প শুরু
করেছো আমার সাথে, যেন আমি
তোমার কতো কালের চেনা !
এখন কেমন আছো তুমি ?
স্টেজ শোতে
এখনও মেতে থাকো কি দর্শক সারিতে বসে
আবার কোনো এক কনসার্টে তোমার চোখে
চোখ পড়লে চিনতে পারবে তো আমাকে ?
কতোকাল দেখা হয়নি তোমার সাথে
বুঝি না কেনই বা শুধু মনে পড়ে তোমাকে
কেনই বা তোমার সাথে একবার কথা
বলতে ইচ্ছে করে, কেনই বা তোমাকে নিয়ে
শুধুই স্বপ্ন বুনতে ইচ্ছে হয় !
কেনই বা তোমার হাসিতে হৃদয়ে ঝড় ওঠে
একে ভালোবাসা বলবো নাকি ক্ষণিকের মোহ
মোহ কি এতোটাই তীব্র হতে পারে
যাকে এক মুহুর্ত ভুলে থাকা যায় না
যাকে ভীষণ কাছে পেতে ইচ্ছে করে
যার হাতে হাত রেখে হাঁটতে ইচ্ছে করে
যুগের পর যুগ ধরে !
১ Comment
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার কবিতা আপনার পত্রিকায় প্রকাশ করার জন্য।