১৪৫ বার পড়া হয়েছে
ভালোবাসার ফাগুন
ফরিদা বেগম
14 /2 /2021 /
তুমি এলে আনন্দে উৎসবে মন ভরে যায়
তুমি এলে ফাগুন হাওয়া চুপি চুপি গান গেয়ে যায়
তুমি এলে উৎসবে ভরে যায় সবুজ বন ভূমি ছায়
তুমি এলে মৌমাছি প্রজাপতি সুরে সুর ছন্দ ছড়ায়
তুমি এলে ডালে ডালে ফুলে ফুলে নূপুর বাজায়
তুমি এলে কোকিলের কুহুতানে ঘুম ভেঙে যায়
তুমি এলে মায়াবী জোসনা সুরভিত কিরণ ছড়ায়
তুমি এলে ভালোলাগা ভালোবাসা এক হয়ে যায়
হে সখি বিচ্ছেদ বলে দেও কার নাম ভালোবাসা?
৩ Comments
আমার কবিতা ভালোবাসার ফাগুন, প্রতিবিম্ব প্রকাশ ওয়েব সাইডে,প্রকাশ করার জন্য আমি অনেক আনন্দিত ।ধন্যবাদ জানাই কবি ও কালামিষ্ট জনাব আবুল খায়ের ভাই এবং অন্যান্য কলাকুশলীবৃন্দদের ।
বন্ধুগন ,সবাইকে সকালের শুভেচ্ছা ।লিখতে থাকুন মনের যত কথা ।
চারিদিকে পলাশ শিমুল কৃষ্ণচূড়াফুলে ছেয়ে গেছে। এরই মাঝে কোকিলের কুহুতান ,বুজি বসন্ত এসে গেছে।