১৮১ বার পড়া হয়েছে
ভালোবাসার পরিণাম
রচনায় আনোয়ার নরসিংদী
তাং- ০২.১১.২০২০
ভালোবাসা ভালো লাগা
এ যে মনের খোরাক,
সুন্দরীকে ভালো বেসে
পাইলাম যে মনে দাগ ।
সুন্দরীরা অহংকারী হয়
নয়তো এ কথা মিথ্যে,
ভালোবেসে ভুল করেছি
এখন পারলাম বুঝতে ।
সুন্দরের পূজারী যারা
সুন্দরের খোঁজই করে,
তাদের সাথে ভাব করে
প্রেম অনলে পুড়ে মরে।
ভালোবাসা ভালো লাগা
যদিও মনের খোরাক,
সঠিক ভাবে নিবে চিনে
রাখবে না কোনো ফারাক।
যেজন আমায় ভালো বাসতো
সে তো গেল ভুলে,
ভুলতে পারি না তারে আমি
স্মৃতি মনে জলে।
জীবন আমার ধ্বংশ হলো
কষ্ট হলো সাথী।
বাকী জীবন কেমনে যাবে
ভাবি দিবা রাতি।
আমার মতো কপাল পোড়া
কারো যেন নাহি হয়,
ভালোবেসে ভুল করো না
জীবন হবে ক্ষয় ।