১৩৯ বার পড়া হয়েছে
ভাললাগা ও ভালবাসা
রীনা আক্তার (মানিকগঞ্জ)
ভাললাগে প্রিয়ার দুটি চোখ,
ভালবাসি প্রিয়ার মায়াবীনি মুখ।
ভাললাগে প্রিয়ার সুন্দর কেশ,
ভালবাসি প্রিয়ার সদ্য বেশ।
ভাললাগে প্রিয়ার মুখের হাসি,
ভালবাসি তাই পূর্ণিমা রাত্রি।
ভালবাসি না খোদা ব্যতিত ভয় করা,
তোমাকে পাব এ আমার
শত জনমের সাধনা।
১ Comment
অসাধারণ । কবি তার কবিতায় অন্তরের কথামালাগুলো চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ কবি।