ভালবাসার জীবন্ত মমি
(ফরিদা ইয়াসমিন)
মনে পড়ে সেই দিনটির কথা?
যে দিন অন্ধকারে তুমি হারিয়ে গেলে
আমি অবাক বিস্ময়ে শুধু
চেয়ে দেখলাম
কীভাবে তুমি নেমে গেলে
পাহাড়ি ঢলের মত
ধীরে ধীরে
আমি ছিলাম অপলক চেয়ে
তুমি একবারও তাকাওনি
পিছন ফিরে
কত খুঁজেছি-
ঘন অরণ্যে, পাহাড়ে-পর্বতে
তবু পাইনি তোমায়
এরপর…
আমার স্বপ্নগুলোকে হত্যা করেছি
নিজ হাতে
জ্বলন্ত আগুনে পুড়িয়ে পুড়িয়ে
তাদের দিয়ে বানিয়েছি এক কাপ
তরল কফি!
অতপরঃ
কোন এক বাদলের গোধুলি আধারে
শ্মশানঘাটে পান করেছি
নিশি ভোর!
বিশ্বাস কর-
তারপর থেকে তোমাকে খুঁজে পাই
আকাশের বিশালতায়
নদীর ধারে বেগুনী বুনো ফুলে
তোমাকে দেখতে পাই
ধমনীতে প্রবাহমান লাল
রক্ত কণিকায়!
চোখ বন্ধ করলেই তুমি
আমাকে স্পর্শ কর-
তোমার স্পর্শে আমি হয়ে যাই
ভালবাসার জীবন্ত মমি!