নিজস্ব প্রতিনিধি (ভারত):
ভারতের মাটিতে গাঙচিলের ১৫৩৪তম বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত:
আজ ২৭/৮/২৩ গাঙচিলের ১৫৩৪ নং বই এম. সাহাউদ্দিন পিয়াদার লেখা অজানা নক্ষত্রের আলো আজ ভারতের মুর্শিদাবাদের লালবাগের অশোক মহল অডিটোরিয়ামে মুক্তধারা সাহিত্য পরিষদ আয়োজিত সাহিত্য সম্মেলনে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চার ভাষার সাহিত্যিক কবি নৃপেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাহিত্যিক ড. এম এ জামান আহছানুজ্জামান, সম্মানিত অতিথি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, অতিথি রেনেসাঁ পত্রিকার সম্পাদক কবি আজিজুল হক, কবি কবি সাইফুল ইসলাম, কবি মানিক রায়, কবি বীনিতা সরকার, কবি মাসুদ বিল্লা, কবি সেখ ইনসুর আলী কবি শ্যামল রায় বসুনিয়া, মোঃ ইজাজ আহামেদ, কবি অমর সিং প্রমুখ।
কাব্যকথায় বিশ্ববঙ্গ পত্রিকার সম্পাদক ইমদাদুল হকের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠান সবার মন জয় করে।