দহন
কবি সুমিতা মুখোপাধ্যায়
এ দহন আমার। দহন নয়
এ -দহন,দহনের আমি এক মাদক
পবনের পিছু -পিছু ঘুরেছি,দেখেছি
সূদুরে, মাদকের বিষয়ের জ্বালায় জ্বলছে সর্বশরীর –
ভস্মবৎ মৃত পিতৃকুল, তাঁদের সন্তানদের
ভৌতিক বাগানের বাঁশ-চেরা বেঞ্চির ধারে
এসে দাঁড়িয়ে রয়েছি আমি অন্ধ মূক ও বধির এক মাদক
ভাবি, এখানে যে -আগুন খেলে বেড়াত, সে কি এখন ঘুমায়!
সে কি কখনও ঘুমায়, বলো বলো মাদক তমালতরুছায়াতল,
তাঁর ফেলে-যাওয়া বাঁশরীর ভিতর দিয়ে মধ্যাহ্ন বয়ে চলে,
মধ্যাহ্ন বয়ে চলে? কোথায়, কোন দিকে ধাওয়া মাদক প্লাবিত মধ্যাহ্ন
প্রহর বলে যে কিছু নাই!
প্রহরগণনাকারী, তুমি কেহ নও
আমার লেখনী পথের হাওয়ায় লাঞ্চিত এক প্রজ্জ্বলন চিরদগ্ধ বিষাক্ত মাদক।
৪ Comments
Didi khub valo hayecey likhata..
Didi valo thakben sabsomoy….
ভালো লাগলো।শুভেচ্ছা আন্তরিক। ❤️?
very good response, Congratulations dear poet.
অনেক গভীরে প্রবেশ করে গেলাম।খুব ভালো হয়েছে।