১৬০ বার পড়া হয়েছে
বাহ্যরূপ বিশ্লেষণ
সন্দীপ ঘোষাল
কান্নার দোরগোড়ায় ধূর্ত চাহনি
প্রাণের চিহ্ন হীন-ড্যাবড়াবে রাষ্ট্র!
শেল বুলেটের ইশারায় কাহিনি
যন্ত্রনা কাতর উন্মাদের কষ্ট!
ক্ষোভ-চাপা দিল হার মানে
মৃত্যুও কান্নার সিঁড়ি ভেঙে!
নির্ভরতার বাহ্যরূপ বিশ্লেষণ জানে
ঘর খোঁজা-মিথ্যবিকৃত-মতাদর্শের সঙ্গে!