১২৮ বার পড়া হয়েছে
প্রেমের ধারা
মালা মিত্র। 5/10/2021
দু দন্ডের প্রেম, হৃদ কমলে ফুল ফোটায়,
বর্ষাধারা জীবন ভোর, ঘনঘোর কুল ছাপায়।
আনকাট বিনা এডিটিং নির্ভুল বুকে ছেপে যায়।
চাঁদনী রাত, জোনাক প্রহর, শুরুর শুরু বোশেখ মাস,
শরৎরানীর তুলোর ভেলায়, হেমন্তেরি সোনার ধান,
শীতের লেপে, বসন্ত গান, নতুন লাগে ধারা স্নান,
বাগান বাগান, চিরহরিৎ ভরে ওঠে হৃদয় খান।
বসন্তদূত গান গেয়ে যায়, সব ঋতুতে এক সমান।
পাখীর কুজন সদাই বুকে করে কনসার্ট,
প্রেম না পেলে দিল-পাখীটি, বোবা আকাট।
১ Comment
very good job; congratulations.