৩৫৫ বার পড়া হয়েছে
ভাবনাটা কি বাড়াবাড়ি
রহিমা আক্তার লিলি
কি যেন এক আশঙ্কাতে
হৃদয় পোড়ে মিছেমিছি।
তুমি আছো,আমি আছি,
তারপরেও কী যেন নেই! কাছাকাছি।
প্রেম আছেতো!
যেমন ছিল পাশাপাশি?
ভালোবাসা!
তবে কেনো চোখের কোণে
বৃষ্টি নামে হরহামেশা!
অন্ধকারে বসে থাকি
শুধু শুধু মুখোমুখি,
হয় কি দেখা!
হৃদয় খুলে চোখোচুখি!
ঘুণ পোকাটা মাথার ভেতর
করছে কি যে কাটাকাটি,
রাতারাতি বাড়ছে কেমন
ভিন্ন পথে হাঁটাহাঁটি।
দূরত্বটা বাড়লো নাকি তাড়াতাড়ি!
ভাবনাটা কি বড্ড বেশি বাড়াবাড়ি?
১ Comment
চমৎকার বাক্যশৈলী।চলুক!