ভাঙনের খেলা
নাসরিন ইসলাম
পুড়ে যায় চিত্ত
তুষের অনলে পুড়ে পুড়ে ছারখার
নিমেষেই অবয়ব
তুলতুলে মন ভস্ম ছাই হতে চলছে!
তোমার শহর?
মস্তিষ্কের অলিগলি
হৃদয়ের আলপথ
ঐ মাংস পোড়া উৎকট গন্ধ টের পায়নি?
পায়নি টের!
লাগেনি নাসিকায় ছিঁটেফোঁটা গন্ধ।
সিঁদুর রাঙা দগদগে ঘা পূর্ণ অবয়ব
বিষম যন্ত্রণায় ব্লাকহোলে ছুঁটছে আত্মা–
তবুও নেই ভ্রুক্ষেপ,
অস্থির চিত্ত
কাতরায়- তোমাতেই হাতরায়
দু’নয়ন কাংখিত বদন দর্শন’র প্রতিক্ষায়
পথ চেয়ে থাকে নিরন্তর।
পুড়ে খাটি হও,
খাটি হও পুড়ে!
সেই শব্দ বাক্যের তর্জন গর্জনে
কর্ণকুহরে চলছে তোলপাড়,
স্বজন কে নিয়ে মনের কুঠুরিতে
পাশাখেলা? নাকি বাজিধরা,
নয়তো ভেবে বসে আছো,
জগত-সংসার এ যেন তুরুপের তাস!
শুনে নেও, নেও জেনে
তাবত দুনিয়া নিচ্ছিদ্র
খুটে খুটে দেখে চলছে
জীবন নিয়ে তোমার এ তামাশা-মশকরা।
তুমি কি পারো, কারো জীবন দিতে?
নতুবা; দিতে পারো কি জীবন মাটির পুতুলে?
রাখো কি সেই সক্ষমতা?
তবে, তবে কেন?
জনম নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে
হয়ে উঠেছ,
দিনে দিনে বর্বর ভয়ঙ্কর বাজিগর !
বাহ্ বেশতো
নিথর নিস্প্রভ প্রাণ
বিরাণের পথে ছুঁটে চলছে,
চলুক!
পুড়ে খাক হয়ে যাক জনম!
যাক।
শুধু চেয়ে চেয়ে দেখে যাই
দুর্বার দুরন্ত গতি’র
সেই অমোঘ নিয়তির মেলা!
আর;
শত সাধনায় প্রাপ্তি মানব জনম!
তুচ্ছতা নিগ্রহের সুর, ভাঙনের খেলা।