ফিলিস্তিনের অসহায় মানুষের অসীম আর্তনাদ আর বৈশ্বিক বিপর্যস্ত মানবিক মূল্যবোধ। তৃতীয় যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে এই উচ্চারণ।
ভস্ম থেকে ফেরা
রেজাউদ্দিন স্টালিন
দুপুর ঘোর বৃষ্টি পড়ে রোদে,
গাছের পাতা নড়ে না একচুলও।
কাকের কথা হচ্ছে মনে- ক্রোধে-
পায়ের সাথে জ্বলছে পথে ধুলো।
পানির সাথে আসছে নেমে লাভা,
চোখের কাছে বারুদ ভরা বায়ু।
অল্প পথ দূরত্বে দূর জাভা,
ঘামের ভয় অবশ করে স্নায়ু।
সামান্য উত্তাপে কাঁপে ঘর,
ভাবনা আসে বোমার কত তাপ।
যুদ্ধে পোড়া শিশুর কত জ্বর,
মাপবে কিসে প্রকৃত সন্তাপ?
গনগনিয়ে উঠছে ধোঁয়া ধুলো,
নদীর পানি টগবগানো ঘোড়া।
ফিলিস্তিনে ভয়ার্ত চোখগুলো,
আগুন দেখে সূর্য জোড়া জোড়া।
সিরিয়া আর য়্যুক্রেনের লোক,
তাওয়ার পরে হচ্ছে রুটি রোজ।
ক্ষেপণাস্ত্র ফেলছে খেয়ে শোক,
মা জানে না ছেলের কোনো খোঁজ।
তাপ বাড়ছে বাংলাদেশে যত,
তারচে বেশি চিনে- তাইওয়ানে।
বিশ্বজুড়ে ভাই হারানো ক্ষত-
লক্ষ কোটি বোনেরা শুধু জানে।
মানুষ তবু প্রসব করে আশা,
আসবে দিন শীতল জলধারা।
পূর্ণপ্রাণ ফুটবে ভালোবাসা,
ভস্ম থেকে ফিরবে ঘরে তারা।