ব্যথা
সৈয়দা রোখসানা বেগম
রাতে কি যেন একটা ব্যথা
মাঝে মাঝেই বুকে চিন চিন করে উঠতো,
হাতটা তোমার পিঠের নিচে ঢুকিয়ে দিতাম
একটি আশ্রয়স্থল ভেবে।
তুমি বিরক্ত হয়ে বলতে
হাত সরাও আমার ঘুম নষ্ট হবে-
আমি ঘুমিয়েছি ভেবে অন্য ঘরে
চলে যেতে কবে,
এভাবে অনেক কয়টি বছর কেটেছে
তুমি দাওনি তো সে ভরসা
আছি তোমার পাশে!
কখন যেন হাত বাড়ানো বন্ধ হলো,
কখন যেন ব্যথাটা সয়ে যেতে থাকলো,
না পাওয়ার ব্যথা ও সয়ে যেতে থাকলো।
আসলে সয়ে যায়নি-
মেনে নিয়েছিলাম
আর শূন্যতা?
ভেবনা- ভরে দিয়েছি
প্রকৃতির সাথে মিশে,
ভালোবেসেছি সূক্ষ্ণ নির্মল সৌন্দর্য্য গুলো কে।
কল কল শব্দে নুড়ির উপর দিয়ে সূর্য স্নান করে
যে স্রোত হেসে গড়িয়ে যেতো,
সেখানে একটি বড়গাছের ছায়া
ঢেকে দিয়েছিলো, শেওলা পড়েছিল,
নুড়ির শব্দ বন্ধ হয়েছিলো!
এখন গাছটির ডালপালা ঝরে ভেঙে যাওয়াতে
শেওলা সরে গেছে,
আবার সাদা নুড়িগুলো পানির স্রোতে
সূর্য কিরণে হাসছে।
সৈয়দা রোখসানা বেগম
কানাডা: নভেম্বর/২৯/২০২২