১৭১ বার পড়া হয়েছে
বেশ্যা
শাহনাজ শারমিন
কত বেশ্যার নূপুরের ঝংকারে
তুমি বেহায়া পুরুষ কপোকাত
মরিলে বেশ্যা তুমিই পুরুষ
দাও তাকে কত অপবাদ।
নারীরে নিয়া খেল তুমি
কত রঙের নোংরা খেলা,
একটু দূরে সরে গিয়েই
তার গায়ে ছিটাও কত ময়লা।
তোমরাই বানাও বেশ্যা নারী
সাধু সেজে থাক অধরা,
কত নীরব অশ্রু ঝড়ে
কবর দেয় স্বপ্ন তারা।