১৬৪ বার পড়া হয়েছে
বেয়াই
মোঃ মফিজ উদ্দিন ভুঁই্য়া
বুকের সাথে বুক লাগিয়ে
মাথায় দেয় তেল,
সামনে এসে বাঘা সাজে
বুকে মারে সেল।।
তাদেরকে বলে বহুরুপী
ফেলে চোখের জল,
মায়া কান্নায় পারদর্শী
সামনে দেখায় বল।।
মুখে হাসি মিষ্টি কথায়
ঘুঘু দিয়ে ঘুঘু ধরে
মরণ ফাঁদ পেতে রাখে
তিলে তিলে মারে।।
বাঘেরে দুধ সাপেরে দুধ
উভয়কে রাখে খুশি,
গেম খেলে ঠাণ্ডা মাথায়
পরকে করে দোষী।
ঠাণ্ডা মাথায় চলতে জানে
রাগ করে না থোড়া-ই,
ধনী-গরিব বুজে না সে
পারলে বানায় বেয়াই।