বেনামে বেঁচে থাকা।
সুরমা খন্দকার।
আমি বেড়ে উঠে ছিলাম ব্যাপক মৌল চাহিদার আকালে।
পৃথিবীর অক্সিজেন অন্য দখলে
আমি বেড়ে উঠে ছিলাম অন্য সময়ে।
অন্য কারো জন্য বেঁচে আছি।
আমার নিজস্বতা ঢেকে রাখি, উচ্চারণ করি না আমার কথামালা।
তুচ্ছ শব্দের পাল্লায় অনুভূতিরা তুচ্ছ।
ভাঙা শব্দের টুকরো কখনো বের হয় না, আপন রীতিতে লুকিয়ে থাকে,
প্রকাশিত নয় লুকায়িত।
আমি হেঁটেছিলাম অন্যের রাস্তায় অন্যের ভঙ্গিতে,
আমার দু’খানা পা বিকল করে।
আমি জন্মেছিলাম অন্যদের সময়ে, অন্য গ্রহে
এই তীর্যক সূর্যের দ্রোহে আমার আপন চৈতন্য বৈভব আর প্রস্ফুটিত হয় না।
আমি স্বপ্ন দেখতে চেয়েছিলাম আমার
ওদের নিষেধ্যতা, বশ্যতায় আমার স্বেচ্ছাচারী স্বপ্নরা বুকের ভেতরই মরে যায়।
ভিতর জুড়ে তর তর নদী
ঢেউ দেয় অন্য কেউ।
আমার অন্তর্ভেদী ঢেউগুলো মুক্তির সীমান্ত খুঁজে ফিরে।
নিরুদ্দেশ হয়ে যায় আমার দৃষ্টি
আকাশ দেখতে দেখতে ভুলে যাবো আমি জন্মেছিলাম এখানে।
এভাবে বেনামে বেঁচে ছিলাম এখানে।
১ Comment
congratulations