মুহাম্মাদ রসুল
-বেদুইন পথিক
ঊষর মরুর ধূসর দিগন্ত, বলো
কেমনে হলো স্নিগ্ধ সোহাগ
কোন শিরীন রাহ্বার অশান্ত ধরায়
রচিলো শান্তির গুলবাগ?
মানব প্রেমের কাওসার নামে কার
হৃদয় ঝর্না বেয়ে অঝর
কার অনুভবে অনুক্ষণ ছিল মিশে
মাজলুমের দুঃখ বহর?
কার মজলিসের হাবশি গোলামও
ভূষিত মানুষের সম্মানে
কার নামে সালসাবিল হিল্লোল তুলে
শান্তির এনাম বয়ে আনে?
পরান জুড়ায় কাহার শীতল ছায়
আমির-ফকির সর্বজনে
কার চরিত্রের প্রদীপ্ত সূরুয, আলো
জ্বালে উদ্ভ্রান্ত কলুষ মনে?
কার চেতনার দৃপ্ত আগ পুড়ে পুড়ে
তামাম জাহান করে খাঁটি
কার খর আঁখিজল ভিজায়ে পাথুরে
হৃদয় বানায় কাঁদা মাটি?
স্রষ্টার নামে সকল অপস্রষ্টাগণে
কে সে ঘোষিল বাতিল- পঁচা
কে নাশিল তাগুতের তখত তাউস
কায়েম করে সহিহ- সাচা?
যে নামের মধুর ধারায় বৃষ্টি ঝরে
গহন হৃদে পাগলপারা
সেই মানুষের প্রেমপাশে বন্দি হতে
মনটা যে বড় মাতোয়ারা।
রহমতে আলম তুমি নূরে জাহান
তুমি যে মুহাম্মাদ রসুল
সে নামে দরুদ পড়ে কুল কায়েনাত
সে নামে পায় শান্তি অতুল।