একবার ডাক দিয়ে দেখো
বেদুইন পথিক
একবার ডাক দিয়ে দেখো
কেমন এক পৃথিবী
আকুলতা নিয়ে
উবু হয়ে বসি
তোমার সামনে
তোমায় সাষ্টাঙ্গে
প্রণামার্থে।
মুক্ত বিহঙ্গের জীবন ত্যাজিয়া
দেখো কেমন উচ্ছল আকুলতায়
সানন্দে বন্দিত্ব বরি।
তোমার সে ডাকের অপেক্ষায়
নিশাচরের মতো জেগে কাটাই রাত,
তোমার ডাকের ক্ষীণ আশায়
নিবিষ্ট সাধনায় মজি
হরেক স্বপ্নে সাজাই
হৃদয়ের তপোবন।
একবার ডেকেই দেখো না
কতটা কাছে আসি তোমার
কতোটা কাছাকাছি হই তোমার!
যতোটা কাছে এসে আদম
পড়তে পেরেছিলো হাওয়ার
অস্থির দুচোখে
পৃথিবীর প্রথম
সমর ইশতেহার।
যতোটা সান্নিধ্যের জন্যে
মজনু হয় শহিদ প্রেমিক
আমি তার চেয়েও
কাছে চলে যাবো তোমার।
একে একে হয়ে যাবো
আরেকটি এক।
৮ Comments
খুব সুন্দর ?
Thank you
very good job; congratulations.
অসাধারণ….
অসাধারণ…
Nice…❤️
Nice..❤️
So nice,Sir.