৪২৮ বার পড়া হয়েছে
মিলন ভৈরব
বেদুইন পথিক (কুড়িগ্রাম)
মহামিলনের এই ক্ষণে
এসোনা বন্ধু,
এক হয়ে যাই দুজনে
বিস্মৃতি সকল দ্বন্দ্ব-সঙ্ঘাত
এসোনা বন্ধু, বিলাই আজিকে
এশকে আসমানী সওগাত।
শোনরে পাতিয়া কান-
পিশিতাশনের কন্ঠেও আজ
অহিদান ফরমান।
ছলছল নোনাজল
নাহি কারোও নয়নায়,
বহে আজি আনন্দ হিন্দোল।
গলাগলি ধরি, জড়াজড়ি করি
কী জানি অজানা প্রেমে
ফকিরের বক্ষে আমির পড়িছে আছড়ি।
এসোনা বন্ধু, আমরাও তবে
বক্ষে মিলাইয়া বক্ষ
অবগাহন করি মহামিলন ভৈরবে।
খান্নাসেরে নাশ করি আজ
চল হই না শহীদে আকবর
কোরবান করে দেই আপনারে আজ।
৭ Comments
কবিতাটি পড়ে ভালো লাগলো?
ধন্যবাদ।
দারুণ কবিতা।
দারুণ কবিতা।
দারুণ কবিতা।
ধন্যবাদ কবি ও সম্পাদক মহোদয়।
very good poem, Very good response. Congratulations.