রংপুরে রোকেয়া দিবস উপলক্ষ্যে বেগম রোকেয়া নারী সংগঠনের পদক পেলেন ৩জন।
রংপুর পাবলিক লাইব্রেরি সভাকক্ষে রোকেয়া দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা, পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথাসাহিত্যিক, প্রবন্ধ-নিবন্ধ লেখক ও উদ্যোক্তা হিসেবে ৩জন নারীকে পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা পেয়ারি বেগম, প্রফেসর আতাহার আলী খান, প্রফেসর ড. আরেফিনা বেগম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বেগম রোকেয়া নারী সংগঠনের উপদেষ্টা সদস্য কবি ও প্রকাশক সাকিল মাসুদ।
সভাপতিত্ব করেন নারী সংগঠনের সভাপতি লেখক, সংগঠক ও বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাহিদা মিলকী।
অনুষ্ঠানে বেগম রোকেয়া নারী সংগঠন, রংপুর এর উদ্যোগে ‘অভিমানে বিগলিত চাঁদ’ (উপন্যাস) লেখক সিরাজুন নাহার সাথী, ‘দাসী না দেবী’ (প্রদন্ধ/নিবন্ধ) লেখক কেয়া তালুকদার ও ‘কনসার্ন লিমিটেড’ এর উদ্যোক্তা জিনাত জাকিয়া তুর রায়হানকে পদক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শতাধিক সাহিত্য ও সংস্কৃতিকর্মী উপস্থিত ছিলেন।