বেকার যুবকের কবিতা
নাফিসা খান
কেন মিথ্যা সংবরণ?
এ শহর জুড়ে উঠেছে ঝড়,ক্ষুধার্তের হাহাকার-
আঃ কতকালের এ অতৃপ্তি,দারিদ্র্যতা রেখেছো সযত্নে ,
সারিসারি ভিক্ষাপাত্র- ব্যক্ত করে।
উৎপীড়নের আবেগ আসে
আরও একবার বাঙালী গর্জে ওঠে
-কাকে যেন চেয়েছিল
তখন এ শহর জ্যোৎস্নাচ্ছ্বল মায়া দৈব দিগন্তে ,মা এসেছে- রক্তাক্ত
মোম হাতে ন্যাংটো মেয়েটি চিৎকার করে।
এখনও বিচার পায়নি যে!
-ছেলেগুলো দল করে, ফ্লাগ ধরে!
সালটে নিয়েছে দাদা, বেতন মাসিক পঞ্চাশ হাজার টাকা! এখনও সে নথিভুক্ত, তবু কাঁদে,
বিরোধী মিটিংয়ে আনিস-মইদুলের সাথে তার নামও ওঠে।
কেন মিথ্যা প্রতিশ্রুতি?
বর্ষার অনুষ্ণ সমীরণ ভাসে
দুটি চোখ কলেজ পেরিয়ে পার্কের বেঞ্চে জেগে থাকে
-তোমাকেই চেয়েছিলাম অনুমিতা!
তখন নন্দনে নিঢল স্কন্ধে মন তোমার চুলের ভাজে।
এই ব্যর্থ অভিলাষা, প্রতিবাদ -চাকুরিবিহীন বাংলা,
দাম পায় না জাতি,নেতাদের ফ্লাটে অনেক টাকা!
কেন মিথ্যা সংযম?
অনিরুদ্ধ আড়ং জেগেছে- এখনও আমি গন্ধীমূর্তি
পাদদেশে।
১ Comment
Congratulations