বৃষ্টি হোক
অনির্বাণ রায় চৌধুরী
আকাশঘন মেঘ করেছে
চোখ ভরা তার বৃষ্টি জল
কে যেন এই কানের কাছে
বলছে ‘এবার ভিজবি চল ‘!
এদিক ওদিক তাকাই আমি
অবাক চোখে! -বললো কে?
পৌষের এই ক্ষণটা আমি
আমার হৃদয়ে ধরি সযত্নে!
শীতের সকাল বৃষ্টি ঝরে
কিন্তু তুই নেই তো সাথে
কার সাথে বল ভিজবো
আমি,স্মৃতিঘেরা ঐ মাঠে?
একলা একটা মেঘলা আকাশ
তাকিয়ে আছে অপেক্ষায়
আজকে যেন সকল বৃষ্টিফোটা
তোর ছোঁয়াতে ফাগুন পায়!
ঝমঝমিয়ে বৃষ্টি নামুক
রোদের জন্য অন্য দিন
তোর প্রবাসে, তোর দরজায়
বৃষ্টি নামুক লাগামহীন!
আমার বৃষ্টি শুধুই আমার
ভিজিয়ে দিক আমার শোক
তোর প্রবাসে, তোর হৃদয়ে
আজকে খুশির বৃষ্টি হোক!
_________
অনির্বাণ রায় চৌধুরী
(১৫/১২/২০২২)