১১১ বার পড়া হয়েছে
বৃষ্টি তুমি অনেক মিষ্টি
(পূরবী আলামীন)
বৃষ্টি তুমি যাও থেমে
যেতে হবে অনেক দূর।
যখন তখন আসো নেমে,
যেমন আজকে ভরদুপুর।
আমি যখন চাই তোমায়,
তুমি তখন যোজন দূর
তোমার হাতে নাই সময়,
কষ্ট রাখি হৃদয় পুর।
তোমার চাওয়ার অনেক দাম,
ইচ্ছে হলেই নামো জোরে।
তোমার অনেক নাম ধাম,
সেই দেমাকে যাই মোরে।
তোমার আছে বিদ্যুৎ বান
আছে আরো ঝড় তুফান।
আমার কণ্ঠে করুন গান
তবু আমার নাইক মান।
বৃষ্টি তুমি অনেক মিষ্টি
সৃষ্টি কর্তার অপর দান।
তাইতো সবাই দেয় দৃষ্টি,
আমিও মানি তোমায় প্রাণ।
দুপুর ২.৩০
২০/০৬/২০২১
২ Comments
Congratulations
বৃষ্টি কেমনে মিষ্টি অইল?