১৬০ বার পড়া হয়েছে
শিশুতোষ ছড়া:
বৃষ্টি এলো টুপটাপ
-আবুল খায়ের
বৃষ্টি এলো টুপটাপ
সবাই তাই চুপচাপ
শুনতে বৃষ্টির গান
মন করে আনচান।
ঝিলিক মারে আকাশে
শাঁ শাঁ শব্দে বাতাসে
মা-পাখিটা ভয়ে মরে
বাসা যদি ভেঙ্গে পড়ে।
পূর্বাকাশে রংধনুটা
রঙ ছড়িয়ে দেয় হাসি
যাবে বুঝি বৃষ্টি থেমে
ভাবছে বসে তাই চাষী।
১ Comment
You are a good poet.