১২৬ বার পড়া হয়েছে
বৃষ্টি
(ফেরদৌসী শারমীন সুমী)
ভরদুপুরে এলোকেশে,
একটু আধটু ভালোবেসে ;
লুকোচুরি কানামাছি,
হেলা ভুলে কাছাকাছি;
ঘর ছেড়ে মেঘে যাওয়া,
মেঘ ছেড়ে জলের হাওয়া;
শাড়ীর পাড়ে রঙীন সুতো,
ঝিলের পাড়ে পদ্ম দুটো;
আমরা দুজন করব কূজন,
পাড়ি দিব যোজন যোজন;
তেপান্তরের মাঠ ছাড়িয়ে,
সাগর নদী জল পেরিয়ে;
বুকের ভেতর যেই না যাব-
অমনি এক বৃষ্টি হব!
( হিয়া )
১ Comment
Congratulations