১৪১ বার পড়া হয়েছে
বৃষ্টি
আলী আকবর বাবুল
অঝোর ধারায় বিরতিহীন নামছে বৃষ্টি
অজানায় মনের পরশে শিহরণ সৃষ্টি!
সু-প্রভাতে হোক না সবার শুভ দৃষ্টি
এই তো প্রকৃতি ও জীবনের কৃষ্টি!
বৃষ্টিজল মোহেনী প্রণয়ে বড্ড বেশি মন উৎফুল্ল
ভুলে যায় চলাকালীন সময়ের তৃষ্টি
তৃষিত হ্নদয়ের গহীনে বাজে আনন্দের বানষ্টি
ভেঙ্গে যায় চার দেয়ালের বেষ্টি
আজ আমি হয়ে উঠি কৈশোরের ছেলেটি
ঝুম ঝুম বৃষ্টির আওযাজে ভাললাগা সৃষ্টি
ভোরের শিশির, দুরের আগলা বাতাসে!
হারিয়ে যাই সেই ক্যানভাস নীল খামের চিঠি
অবাক করা বৃষ্টি, জ্বলের শীতলতায় নিঃশব্দ ভ্রণকুটি।
পাল তুলে দেব যাব অচেনা সৈকতে
আজ এসেছে সকালের প্রথম বৃষ্টি।